• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভোলায় ট্রলারডুবি : ৫ জেলে জীবিত উদ্ধার


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১২:২১ পিএম
ভোলায় ট্রলারডুবি : ৫ জেলে জীবিত উদ্ধার

ভোলার চরফ্যাশনের ঢালচরসংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২০ জেলের মধ্যে ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজার মৎস্য কর্মকর্তা বরাত দিয়ে চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারগামী একটি ট্রলার জেলেদের সাগর থেকে উদ্ধার করে কক্সবাজার নিয়ে গেছে। তারা এখন সুস্থ আছেন। তবে ওই পাঁচ জেলের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাকি ১৫ জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন বঙ্গোপসাগরে ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন মা-শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। রোববার রাতে উপজেলার ঢালচরের দক্ষিণে সাগর মোহনায় ট্রলিং জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় নদীতে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা এক জেলেকে উদ্ধার করতে পারলেও ২০ জেলে নিখোঁজ থাকেন। বাকি জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। মঙ্গলবার রাতে কক্সবাজারগামী একটি ট্রলার ৫ জেলেকে জীবিত উদ্ধার করে। 

এদিকে নিখোঁজদের স্বজনরা নিজ উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ঘটনায় স্থলের উদ্দেশে রওনা দিয়েছে। নিখোঁজদের পরিবারগুলোতে চলছে এখন শোকের মাতম।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!